কবিতা || জীবনের রূপ || দিলীপ কুমার মধু
জীবনের রূপ
এ জীবন নাট্যশালা
আমরা তার কুশীলব ।
ঘাত-প্রতিঘাতে ভেঙে যায় মঞ্চ
সাক্ষী মহাকাল ।
আঘাতের ওপর আঘাত সয়েছে
যে বুর্জোয়া জাতি
আজ তারা ইতিহাসের অধ্যায় :
সারাজীবনই আসে আঘাত
আসে বেদনা... নিষ্ঠুর হয়ে ।
যে নক্ষত্ৰটি কয়েক যোজন দূরে রয়েছে
সেও নক্ষত্ৰ----
মনে হয় ভেসে আসা বিন্দু
মনে হয় হারিয়ে যাওয়া বিন্দু ।
কিছু যায় হারিয়ে....
কিছু পাওয়ার জন্য ।
Comments