Monday, February 7, 2022

কবিতা || শুধু একটা আধুলি || আব্দুস সাত্তার বিশ্বাস

 শুধু একটা আধুলি



আমি কে জানো

আমি একটা হকার

আমি গ্রাম, বাজার, শহর, পাড়া, ঘুরি

সাইকেলে চড়ে

প‍্যাডেল করে

মাল বেচে বেড়াই

হাঁক দিয়ে অলিগলি


আমার সাইকেলের পিছনে মাল বাঁধা থাকে

যাই তার কাছে যে ডাকে

দেখি না সে নর কি নারী, হিন্দু নাকি মুসলিম বা অন্য কোন জাতি

মাল বেচা বলে কথা আমার

রোজগার করা বলে কথা আমার

ওসব দেখলে যে চলবে না আমার

আমার পেটে যে প্রচুর খিদে, আমার খাবার চাই খালি


রোদে ঘুরে ঘুরে

শরীর যখন ক্লান্ত লাগে

ধপাস করে আমি বসে পড়ি, রাস্তার ধারে গাছতলায়


পথের ধুলো উড়ে এসে আমার গায়ে পড়ে

আমি নাক ধরি না, মুখ ঢাকি না

ওসব ভদ্রলোকদের কাজ, এসি রুমে যাঁদের বাস

আমি তো মানুষই না

আমি শালা একটা হকার

আমার দাম শুধু একটা আধুলি

No comments: