কবিতা || হে ফাগুন || সত্যেন্দ্রনাথ পাইন
হে ফাগুন
হে ফাগুন, হে বসন্ত ফুলে ফুলে
রেখেছো ভরে এইক্ষন
তুমি নাকি ক্ষণিকের ধন
তবু যেন অনির্বচনীয়
তালে তালে মৃদু সমীরণে
এই ফাল্গুনে।
তোমার সাধনায় তৃপ্ত এ ধরা
এ মাটি এ আকাশ
দখিনা পবন
ভূবন দুয়ার খোলা আজি তাই
রঙে রঙে পলাশে শিমুলে
মাতিয়ে অনুক্ষণ।
মিলন মাধুর্যে প্রেমিক যুগল
যেন ক্লান্তি হীন সরোবর
সদাই গীত নির্ভর
ছন্দে দোলা
উচ্ছ্বাসে মর্মর।
করে আরাধন--
যেন শেষ নাহয়
এইক্ষণ
এই ফাগুন আগুন
এ দখিনা পবন।
দূর হতে দাও ভরে
কুসুমের ডালি
স্বর্গীয় উচ্ছ্বাসে যেন
যায় দুয়ার খুলি।
Comments