কবিতা || আস্তিনের সাপ || রানা জামান
আস্তিনের সাপ
হাতের আঙুলে ঘি না দেখে
ভ্রু কুচকালেন মহারাজা; কাদায় বাহারি
একপাটি জুতো ফেলে এসেছেন
মনে নেই; চোখ তুলে চারিদিকে
দেখতে পেলেন শূন্যতা মুখ ব্যাদান করছে
একটা লম্বা নিঃশ্বাস গিলে করে
আস্তে আস্তে চোখ বুজলেন; রক্তে বিষের
ভাইরাস ঢুকেছে মুকুট মাথায় দেবার
দিন; আস্তে আস্তে পুরো দেহে
গ্যাংগ্রিন; দুই একটা হিমোগ্লোবিন
কণিকা আত্মাহুতি দিতে পেরেছে মাত্র
এ সময় তলোয়ার এলো
বাগিয়ে; কাঁটার সিংহাসনে হারিয়ে
গেলো অস্তিত্ব; শেষে চরম ছোবল
দিলো আস্তিনের সাপ।
Comments