Sunday, February 20, 2022

কবিতা || অবনত জীবন || তৈমুর খান

 অবনত জীবন  


                 


অশান্তির ক্ষুব্ধ ছায়ায় 

আমাদের বিশ্রাম মরে যেতে থাকে 

জেগে জেগে ঘুম শুধু 

ঘুমে ঘুমে তেতো বিষ জমে 


দেশ উঠে গেছে 

মানুষও মানুষ নেই 

শহর জুড়ে যান্ত্রিক অরণ্য 

উৎপাত খেচরের ডাক 

আততায়ী সিংহের গর্জন 


কার সন্তান আমি ? 

ভুলে যাচ্ছি —নিরুত্তর 

ভুলে যাচ্ছি —এই অবনত জীবন আমার।


No comments: