কবিতা || নির্ঘুম রাত || সৌমেন্দ্র দত্ত ভৌমিক
নির্ঘুম রাত
নির্ঘুম রাত্তিরে বাচাল স্বপ্নেরা বেড়ায় ঘুরে
অবৈধ অশালীন চাবুক হাতে।
দুই রক্তচক্ষু দিয়ে ওদের ভষ্ম করতে চাইলেও
সরে না ওরা এক পাও।
এ কোন্ সামন্ততান্ত্রিক নিয়মকানুন!
এ কোন অগোছালো হবু আগুন!
সাঁতরে সাঁতরে সাঁতরে পার হলেও রাত
অকথ্য অবাধ্য স্বপ্নদের হাতে আমার বিধিলিপি
নিখুঁত সুচারু অঙ্কিত
জেনেবুঝে গুহার ভেতর রাস্তা দেখেই ভাবি
ভীষণ ভীষণ শঙ্কিত।
মরণপণ সমরে গেঁড়ি গুগলী শামুকেরা
অতি চতুর, ধূর্ত, মুখর,
ওদের স্পর্শ এড়ানো খুব অসহজ-
কেননা নির্ঘুম রাত্তিরে বাচাল স্বপ্নেরা
অনাবাসী দোসর।
Comments