কবিতা || পরস্পর || জয়িতা চট্টোপাধ্যায়
পরস্পর
দূরের মানুষটার কোনও সুখবর পাই নি বহুকাল হল
খবর নিয়ে আসেনি ডাক পিওন,
শুকনো মুখে টেবিল ঘিরে বসে আছে ঘরের মানুষ
দূরের মানুষটা হয়তো হাঘরের মতন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটা চিঠি পাওয়ার আশায়
বহুকাল আমার উঠোনের বকুলের ডালে রোমাঞ্চ নেই, অনেক দিন দাওয়াত শুয়ে থাকা বেড়াল ঘর ছাড়া, কেটে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর
কেটে যাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে
তেতে উঠেছে গরমে শরীর, আবার কুঁকড়ে যাচ্ছে ঠান্ডায়, এই ভাবে বদলে যাচ্ছে সময়
হয়তো ভালো আছে দূরের মানুষ
যেমন এখানে ভালো আছি আমি
ভালো আছে আমার ঘরের মানুষ।
Comments