Monday, February 21, 2022

অনুগল্প || প্রপোজ || সিদ্ধার্থ সিংহ

 প্রপোজ




বছর কুড়ির মেয়েটি তার বান্ধবীকে মোবাইলে বলতে বলতে যাচ্ছিল, এত বড় হয়ে গেলাম... আমাকে একটা ছেলেও এখন পর্যন্ত প্রপোজ করল না। ভেবে দ্যাখ... আমি কি এতটাই কুৎসিত?

এই কথা শুনতে পেয়ে বছর চল্লিশের লোকটা ভাবল, এই তো সুযোগ। মেয়েটার কাছে গিয়ে বলল, আই লাভ ইউ।

সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, এটা কি ধরনের অসভ্যতামি?

লোকটি বলল, অসভ্যতামি মানে? তুমিই তো ফোনে কাকে যেন বলছিলে, এখনও পর্যন্ত তোমাকে নাকি কোনও ছেলে প্রপোজ করেনি। তাই আমি করলাম।

মেয়েটি বলল, আমি ছেলে বলেছি। কাকু বলিনি।


No comments: