স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ || Teacher Recruitment 2022 || Ssc recruitment 2022 || রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
##স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ
যে কোন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলায় চাকরি প্রার্থীরা ক্লার্ক ,গ্রুপ-ডি সহ বিভিন্ন ননটিচি়ং ও শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
টিজিটি শিক্ষক পদে ইংরেজি ,গনিত, হিন্দি, সংস্কৃত কম্পিউটার প্রভৃত্তি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে 50 শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে। তার সাথে প্রার্থীকে সি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পিআরটি (প্রাইমারি) শূন্যপদ একটি। এই পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েট পাস হতে হবে আর তার সাথে দু'বছরের ডি. এল.ইডি ট্রেনিং থাকতে হবে।
ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের গ্রাজুয়েট পাস হতে হবে। এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। ক্লার্ক পদে শূন্য পদ হল একটি।
##জলপাইগুড়ি জেলার আর্মি পাবলিক স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।
কাউন্সিলর পদের জন্য প্রার্থীকে অবশ্যই সাইকোলজি বিষয় নিয়ে গ্রাজুয়েট পাস হতে হবে। তার সাথে কাউন্সেলিং বিষয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। কাউন্সিলর পদে শূন্যপদ হল একটি।
এছাড়াও অন্যান্য পিওন, আয়া ,সুইপার, মালি ,ওয়াচম্যান, ড্রাইভার প্রভৃত্তি পদে নিয়োগ করা হবে। এই পদগুলির শিক্ষাগত যোগ্যতা এখনো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। পিওন পদে শূন্য পদ হল একটি, ওয়াচম্যান পদের শূন্যপদ হল একটি, মালি পদে শূন্যপদ হল একটি, সুইপার পদে শূন্য পদ হল দুটি, ড্রাইভার পদে শূন্যপদ হল দুটি।
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে ইমেইলের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে
apsbagrakote@awesindia.edu.in এই মেইলে।
আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে 100 টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে । আবেদনের শেষ তারিখ 8ই ফেব্রুয়ারি 2022
__________________________________________________
__________________________________________________
_______________________________________________
পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য ও সাহিত্যরস পিপাসু পাঠক-পাঠিকাদের জন্য রচিত লোকসাহিত্য বিষয়ক নির্ভরযোগ্য গ্রন্থ----------
'লোকসাহিত্যের স্বরূপ ও বাংলার লোকসংস্কৃতি চর্চা' -----
সংকলন ও সম্পাদনা ---- বরুণ রায়
বইটির প্রাপ্তিস্থান:---
বুড়োরাজ পুস্তকালয় , বর্ধমান
অনলাইনেও বইটি সংগ্রহ করতে পারেন।
মো-8167426365
_______________________________________________
Comments