Sunday, February 20, 2022

কবিতা || ভালোবাসার একটি গোলাপ || অশেষ গাঙ্গুলী

 ভালোবাসার একটি গোলাপ


                  



তোমার আমার ভালোবাসার একটি গোলাপ

দাম যদিও হোক না মাত্র কুড়ি।

ক্ষতি নেই আমার তাতে।

তোমার আমার ভালোবাসার একটি গোলাপ

কুড়ি লক্ষ লাল গোলাপের থেকেও হয়

যেন চিররঙীন চির উজ্জল।

গোলাপের একটি পাপড়ি হয় যেন আমাদের

এই ভালোবাসার চিরসঙ্গী।

গোলাপের এক - একটি পাতাতে লেখা থাকুক

তোমার আমার ভালোবাসার সূত্রগুলি।

ভালোবাসার ওই সূত্রতে থাকবে না কোন বিয়োগ

থাকবে না কোন ভাগ।

থাকবে শুধু ভালোবাসার নিবিড় যোগাযোগ ।

গোলাপের প্রতিটি শিরায় শিরায় থাকবে

শুধু ভালোবাসা অনেক চিহ্ন।

প্রতিটি চিহ্ন দেবে তোমার আমার ভালোবাসার প্রমাণ


তোমার আমার ভালোবাসার একটি গোলাপ

কোন দিন হবে না গো পুরোন।

প‍্রতিদিন প্রতিনিয়ত হবে গো

তোমার আমার ভালোবাসার মতো হবে চির নতুন। 

No comments: