Sunday, February 20, 2022

কবিতা || এ যুগের একলব্য || চিরঞ্জিত ভাণ্ডারী

 এ যুগের একলব্য



ত্রিনয়ন নাইবা থাকলো কপালের মধ্যখানে

তাতে কিবা যায় আসে শুভক্ষণ কখনো দাঁড়াবে না হেসে জানি বলেই অলক্ষ্মীর ছায়া তলে রাখি উজ্জ্বল উপস্থিতি।

শুনো কৃষ্ণ কান খুলে শোনো

ধনাচার্যের ষড়যন্ত্রে কাটব না কিছুতেই কাটব না বৃদ্ধাঞ্জুলি

আমি এ যুগের একলব্য

সম্মুখে সমরে দেখিয়ে দেব

আমি অর্জুনের চেয়েও শ্রেষ্ঠ ধনুর্ধর।

No comments: