Monday, February 7, 2022

কবিতা || নিঝুম রাতের কান্না || রথীন পার্থ মণ্ডল

 নিঝুম রাতের কান্না





হঠাৎ যখন ঘুম ভাঙে মাঝরাতে 

আলো জ্বালতেই দেখি হৃদয়ের গভীর থেকে 

পাখা সম্বলিত পিঁপড়েরা আলোর দিকে উড়ে যায়

যেখানে মৃত্যুর সাক্ষাৎ নিশ্চিত জানে, 

জেনে ইচ্ছে গুলো মরে যায়। 


বাথরুমের ট্যাপ থেকে জল ঝরবার শব্দ 

শুনি শুয়ে শুয়ে 

ফোঁটায় ফোঁটায় ঝরে যায় স্বপ্নগুলো !


বেওয়ারিশ কুকুর বিলাপে জানায় যত কষ্ট 

ট্রাকের চাকার নীচে পিষ্ট কবিতার ব্যাকুলতা

কাঁদে অসহায়, তবু জেগে থাকে বিদগ্ধ মন 

মুখ থুবড়ে নর্দমায় পড়ে অনুভূতি। 


মাঝরাতে প্রায়ই আমার ঘুম ভাঙে আজকাল।

No comments: