কবিতা || বকুল-কথা || মহীতোষ গায়েন
বকুল-কথা
বকুল ফুল বকুল ফুল প্রিয় বকুল ফুল
বকুল ফুল বকুল ফুল প্রাণ যে আকূল,
বকুল ফুল দেখতাম খোঁপায় রোজ রোজ
কেন আর বকুলের পাওয়া যায় না খোঁজ।
বকুল ফুল বকুল ফুল হৃদয় ভরা হাসি
সকাল থেকে সন্ধ্যা শুধুই ভালোবাসি,
বকুল ফুল বকুল ফুল মন বাগানের সুখ
পাই না দেখা আর সেই মিষ্টি হাসির মুখ।
বকুল ফুল বকুল ফুল আকাশ ভরা তারা
প্রেম বিহনে উদাসী যন থমকে গতিধারা,
বকুল ফুল বকুল ফুল হিংসা বিভেদ যাক
সুখ শান্তি স্বপ্ন সবাই আবার ফিরে পাক।
Comments