Sunday, February 20, 2022

কবিতা || শোক আর || আশীষ কুন্ডু

 শোক আর




শোকের পরমায়ু কতদিন? 

হাসির সময়কাল কত? 

উত্তর খুঁজছিলাম অলস দুপুরে! 


একটা জ্বলন্ত সিগারেটের সময়কাল 

সকালের উঁকি মারা দরজায় কড়ানাড়া রোদ!

---- এর চেয়ে সামান্য বেশী

শোক কি সাময়িক নয়?

সময় তাকে হরণ করে নেয়! 

হাসি যেন শরতের আকাশে তুলোমেঘ! 


শোক নিয়ে বসে থাকে না জীবন 

এগিয়ে চলার নাম জীবন 

শোক আসে রেড সিগন্যাল হয়ে

সাময়িক থেমে যাওয়া

আবার সবুজ হাসি জনস্রোতে টেনে নিয়ে যায়।

No comments: