শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র
সম্পাদকীয়: শারদ প্রভাতে ভ্রমণের আশায় বের হয়ে আসা মানুষ সাদা কাশে ঢাকা মেঘ মল্লার এর দোলায়িত আভা পার হয়ে যখন শশ্মানের কিনারায় পৌঁছে যায় তখন মানুষের উপলব্ধি অন্য বাস্তবায়নের দিকে মোড় নেয়। মনে পড়ে যায় সব কিছু আড়ালে, সব কিছুর শেষে জ্বলন্ত চিতা যেমন সত্য, তেমনি সত্য মানুষের বিবর্ণ জীবন, দোলাচল প্রবৃত্তি। মানুষ তবুও জেগে ওঠে নতুন ভাবে। চেষ্টা করে নতুন ভাবে বাঁচার। হৃদয়ের এই সমস্ত জড়তা তথা সংকোচ বোধ কাটিয়ে তুলতে সাহায্য করে উৎসব। কর্ম ব্যস্ততার আড়ালে সব কিছুকে পাশে রেখে মানুষ যেন নতুন ভাবে বাঁচার চেষ্টা করে। আসলে প্রতিটি মানুষের জীবনেই এই উৎসব দরকার। মেকি সভ্যতার লাঞ্ছিত স্বভাব থেকে দুদন্ড শান্তি দেয় উৎসব। কর্ম ব্যস্ত আপা মো বাঙালি জাতির কাছে দূর্গা পূজা তথা শারদীয়ার আগমণ যেন এক উচ্ছ্বাস, আবেগের চরমতম উৎফুল্লতা। এই আবেগ গুলোকে নতুন রঙ লাগায় শারদীয়া সংখ্যা গুলি। সব কিছুর পাশে থেকে বাঙালি হৃদয়কে রসময় করে তোলে। নিয়মিত পাঠক, নিয়মিত লেখক, কিংবা অন্য সাধারণ মানুষ এই শারদীয়া সংখ্যাগুলিকে আঁকড়ে ধরে নতুন স্বপ্ন দেখে। সমাজের এক নতুন মোড় নিয়ে প্রতিবারের ন্যায়