Tuesday, October 29, 2024

যখন শরৎ - সুব্রত ভট্টাচার্য্য || Jokhon Sorot - Subrata Bhattacharya || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 যখন শরৎ

 সুব্রত ভট্টাচার্য্য

             


কাশের বনে লাগলে পড়ে দোলা

মন-বাউল হঠাৎ গেয়ে ওঠে,

নীল আকাশে ভাসলে পড়ে ভেলা

খুশি'রা সব কেমনে যেন' জোটে।


যতই দুঃখ যতই ব্যথা

থাকনা এ'মন জুড়ে,

তবুও সে লুকানো এক কথা

বলতে চায় মধুর কোনো সুরে!


শিউলি বুঝি বুঝতে পারে তা'

তাইতো সে খিলখিলিয়ে হাসে,

এত' দিনের গোপন কবিতা

ছড়িয়ে দেয় হাওয়ার সুবাসে।


তুমিই শুধু বুঝতে পারোনা

মনখারাপি কালো বাদল মেঘে,

প্রস্ফুটিত সে' এক যন্ত্রণা

প্রেমিক মনের অবুঝ আবেগে!

No comments: