পরিকল্পিত তথ্য
কেতকী বসু
প্রহরীর স্বতন্ত্র বার্তায় মনও পাখি হয়ে যায়
চোখ বন্ধ রেখে রুমাল চুরি খেলা দেখি
বসে থাকি নির্দিষ্ট সময়ের অপেক্ষায়
যে অদৃশ্য চোরা পথের সামিল হয়ে
জাল বুনে মজার ছড়া কাটছ,
একদিন অজান্তেই ধরা পড়ে যাবে
সেই ঘূরণ চন্ডি খেলায়।
ভাতের দানা ছড়িয়ে ভাগ দেওয়া অলীক স্বপ্নে
সময় ও কথা বলে,
তাই যথার্থ প্রশ্নের উত্তর দায়িত্ববানের হাতে,
চোর আর চুরির পার্থক্য বুঝতে কয়েদ খানা যথেষ্ট নয়,
সাদা কাঁচ বলে দেয়,বিবেক আর সম্ভ্রমের গুরুত্ব
মার্জিত রূপরেখার বাইরের দৃষ্টি ধারালো
তাই গুণ আর গুণফলের সাথে ভাজ্য বা ভাজকের গুরুত্ব কম নয়।
No comments:
Post a Comment