Posts

দহন - সুদীপ্ত বিশ্বাস || Dohon - Sudipta Biswas || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  দহন   সুদীপ্ত বিশ্বাস   ধুলোর ঝড় উঠেছে মরুরাত্রিতে চাপচাপ অন্ধকার বিষাদ নদীর শীতল স্রোতের আবর্ত ঘুটঘুটে মধ্যযুগীয় অন্ধকারে পেঁচারা ওড়াউড়ি করছে আমার দু'হাতে শুধু সূর্য পোড়া ছাই তুমি নেই তোমার আমার মধ্যে অনন্ত গ্যালাক্সির ব্যবধান। আরও দূরে সরে যাচ্ছি আমরা আমার চারিদিকে দাবানল আমার বুকের ভিতরে জ্বলন্ত ভিসুভিয়াস আমার চারিদিকে পাথর ভাঙার শব্দ আমার হৃদয়ের স্ফটিকটা ভেঙে কাচের টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে মেঝের ধুলোয় কান্নারা বোবা হয়ে গেছে অশ্রুরা স্তম্ভিত ভাঙা মাস্তুল হাতে নিয়ে আমি একলা দাঁড়িয়ে আছি।

তবে যাও তবে যাও - তন্ময় দাস || Tobe jaou Tobe jaou - Tanmoy Das || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  তবে যাও তবে যাও তন্ময় দাস   রক্তে মাখা অতিথকে যদি দেখতে চাও তবে যাও তবে যাও। সপ্ন টাকে ভালো করে যদি দেখতে চাও তবে যাও তবে যাও। ওই নদীর প্রান্ত শেষে যদি নিজেকে দেখতে চাও তবে যাও তবে যাও। আমার অপেক্ষায় দারিয়ে না থেকে নিজের লক্ষে এগিয়ে যাও এখনি যাও এখনি যাও । অন্যের দিকে না তাকিয়ে নিজের লক্ষে এগিয়ে যাও তবে যাও তবে যাও। যদি নিজের লরাইয়ে তুমি যদি হেরে যাও তবে লরাই ছরে দাও কেনো । ওই ধানে খেতের মধ্যে যদি সপ্নকে খুজে পাও তাহলে যাও দৌড়ে যাও। ওই সপ্নকে হাতে পেতে যদি আমায় ভুলে যাও তবে যাও তবে যাও । ওই করা রোদ্দুরের মাঝে যদি সফলতা দেখতে পাও তবে আমায় ভুলে গিয়ে তুমি যাও তুমি যাও

বৃষ্টি - সায়ন তরফদার || Brishti - Sayan Tarafdar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  বৃষ্টি সায়ন তরফদার বৃষ্টি এসে ভিজিয়ে দিল আমায় আজ তবে দেখা না হওয়াই থাক বৃষ্টিতে তোর আজও অনেক ভয় মুহূর্তগুলো বদলে গেলে, যাক... প্রতিদ্বন্দ্বিতা থাকুক যেমন ছিল  আদর্শগত অমিলও কিছুটা থাক মুখে মুখে বলা মানুষের কবিতায় সব প্রেম শুধু অধিকার খুঁজে পাক মানুষের অধিকারে কী লাভ? যদি না তারা বাঁচার শিক্ষা পায় ভালোবাসাটা অপূর্ণই থেকে গেলে রাজনীতিটাও বেরঙীন হয়ে যায় বৃষ্টি এসে ভিজিয়ে দিক আবার যেভাবে ঠিক ভিজিয়ে দিত আগে এক জীবনে কাউকে না পেলে বৃষ্টির মতো আরেকটা জীবন লাগে

শেষ দৃশ্যে - পীযূষ কান্তি সরকার || Ses Drishe - Pijus kanti Sarkar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  শেষ দৃশ্যে         পীযূষ কান্তি সরকার জঠরের জ্বালা, হৃদয়ের জ্বালা -- সকল জ্বালার শেষ করে  দেহটা চিতার আগুনে জ্বলে যায়। হাজার হাজার মুক্তো যেন মাটিতে ঝরে পড়ে পলকে হারিয়ে যায়। শোকস্তব্ধ শ্মশান ঘাটে রয়ে যায় শুধু ফুল, ফুলের মালা আর নীরবতা আর  ধূপ-চন্দন-কস্তুরির সৌরভ। সেই শেষদৃশ্যে চলে তখন হিসেবনিকেশ -- শিল্পী আর তাঁর শিল্পের বিজ্ঞানী আর তাঁর আবিষ্কারের কবি আর তাঁর কবিতার ... ... ... ... স্রষ্টা আর তাঁর সৃষ্টির।

ফুঁক্যে দিব্য বাঁশি - চিরঞ্জিত ভাণ্ডারী || Fukhhe dibba banshi - Chiranjit bhandari || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  ফুঁক্যে দিব্য বাঁশি     চিরঞ্জিত ভাণ্ডারী   তাড়ির লেশায় মাত্যে ফাগুন মাসের রাত্যে ফুঁক্যে দিব্য বাঁশের বাঁশি তুর নামটা ধরে জল আইনবার লছনাতে মাটির কলসি লিয়ে হাতে আসবি ছুটে রাধার মতো ঐ লীল শাড়িটা পরে। মাতাল করা সুরে তুই থাকত্যে লারবি ঘরে পরত্যে যাইঞে কাজল ভুল্যে পরে ফেলবি ঠোঁটে তুর আসার পথ ভাল্যে মহুল ফুল রাখব্য তুল্যে সারা রাতটা কাটায় দিব পড়্যে পেম সুহাগের মাঠে। জল আয়নায় দ্যাখবি মুখ বুকের ভিতর পরম সুখ সারারাতটা থাকব্য ডুবে পেমের মালা গাঁথ্যে কমরে দিব্য ঝিঙা ফুল বাঁধ্যে দিব মাথার চুল বুকের উপর মহুল মালা রইবেক লেশায় মাত্যে। তুর ঐ নাভি পদ্মে পড়বেক শিশির ছিটকে  পায়ে দিব্য পরায়েঁ কলমি লতার লুপুর  হাতে দিব্য ফুলের তড়া দ্যাখত্যে লাগবি লজর কাড়া যেন আষাঢ় মাসের জল কুমুদের পুকুর। চড়চড়াঞ্যে বাড়বেক রাত রাখব্য হাতে হাত ডাগর খোঁপায় জোনাক ধরে দিব্য আনে গুঁজে সুহাগ ভরে আসব্য কাছে যেমন ময়ূর লাচে বুকের উপর মাথা রাখ্যে মরবি বেদম লাজে। তুর আমার পিরিত কথা হিয়ার মাঝে কাব্যগাঁথা  দ্যাখবেক বনলতা পাকপাখুড়ি দুচোখটা ভরে  তাড়ির লেশায় মাত্যে ফাগুন মাসের...

কোথাও ডাকে না কেউ ,পাখি ডাকে - সোহরাব পাশা || Kothaou Dake na keu, pakhi Dake - Shorab pasa || Bengali Poem || Poetry || বাংলা কবিতা||

  কোথাও ডাকে না কেউ ,পাখি ডাকে সোহরাব পাশা মেঘের পাতায় ঢাকা স্মৃতির ভ্রমণ আকাঙ্ক্ষার কারুকাজ উন্মাদ দুপুরে বিশ্বাসের ছায়া বৃক্ষে ভাঁজ করা নৈঃশব্দ্যের বিরহ যাপন , দীর্ঘ উপেক্ষার অন্ধ নদী জল নেই ধূলিক্ষেতে হাওয়ার সিম্ফনি; বিভ্রান্ত মানুষ শুধু ছোটে দূরের স্টেশনে যায় ফিরে আসে স্বপ্নঘড়ির নিশ্চুপ শব্দে কোথাও ডাকে না কেউ অমিয় সন্ধ্যায় মুখোমুখি একা নিবিড় ভাষায় রাত্রির আড়ালে যেতে; তোমাকে আবৃত্তি করে বিঁধেছে বেভুল অন্ধ চোখে তীব্র বিষাদের -নিঃস্বতার নীল কাঁটা কোথাও ডাকে না কেউ ,দূরে পাখি ডাকে ; তবুও যেতে হয় যদি তুমি ফিরে যাও বিষণ্ণ একাকী ।

পারি - সুশান্ত সেন || Pari - Susanta Sen || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

  পারি সুশান্ত সেন শুধু কবিতার জন্য সব পারি এত বড় সাহস ত ছিল না। তাই গা বাঁচিয়ে বাঁচিয়ে , দাবি গুলো মেটাতে মেটাতে  যত টুকু পারা যায় , ততটুকুই --- এখন সাঁঝ বেলাতে  তাই যত টুকু পারা যায় , ততটুকুই --- ততটুকুই --- এর বেশি কিছু পারিনা , সে জানে তাই কবিতা কে রেখে দিই সামনের                       ফুলভরা বাগানে ।