২৮ তম সংখ্যার সম্পাদকীয়
সম্পাদকীয়:
মুক্তি আছে মুক্তি যুদ্ধ ছাড়াই। এটা ক'টা লোক ই বা আঁকড়ে ধরে আছে? নিভৃতে বসে থাকাতেই শান্তি - এটা শুধু কবি ও কবিতার কাছেই পরিচিত। বাকিরা ভাবুক থেকে ভাবুকতর হয়ে লিখতে পারে না। বাকিরা সবাই ভাঙচুর করে। রাজনীতি করে। দর্শন চিন্তা তাদের কাছে অর্বাচীন। তাই মোক্ষলাভ তাদের কাছে ভাবনার অতীত। দুমুখো সাপ পোষে যেসব মানুষ তাদের কাছে জীবন দূর্বিসহ হয়ে ওঠা টা অস্বাভাবিক কিছু নয়। জানিনা মুক্তির হাওয়া যে নিগূঢ় সাহিত্য চর্চার মধ্যে নিহিত সেটা কতজন ই বা অনুভব করেন। আমি ছড়িয়ে দিয়েছি মুক্তির বাতাস আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন world Sahitya Adda blog magazine এর মধ্যে দিয়ে। তাই পড়ুন, লিখুন আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন।
ধন্যবাদান্তে
সম্পাদকীয় বিভাগ
_________________________________________________
বিজ্ঞাপন-
Comments