কবিতা || আমি একটু বসতে পারি তোমার পাশে || আব্দুস সাত্তার বিশ্বাস
আমি একটু বসতে পারি তোমার পাশে
আমি একটু বসতে পারি তোমার পাশে,
বৈকালি হাওয়ায় সবুজ ঘাসে?
নীচে নদী প্রবহমান
ক্ষতি কী, যদি ঘটে যায় কোন অঘটন;
তোমার বাদামি চুল আর নীল চোখ
শুষে নিতে পারে আমার সব শোক।
আমার যত কাতরতা যত আর্তনাদ,
তুমিই চেপে রাখতে পারো বুকের খাদ।
তোমাকে আমার মনে হয়েছে সেই নারী
তাইতো আমি তোমাকে নিয়ে এইসব কল্পনা করি।
আমি একটু বসতে পারি তোমার পাশে,
বৈকালি হাওয়ায় সবুজ ঘাসে?
Comments