কবিতা || মধ্যবিত্ত || দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
মধ্যবিত্ত
মধ্যবিত্ত আসলে এমন একটি শব্দ ,
যার মধ্যে আছে অনেক অর্থের সম্ভার |
দুঃখসুখ ভালবাসা ঈর্ষা হিংসা আনন্দের উপাচার |
মধ্যবিত্ত হল অনেক কষ্টের কুমভাড়,
ভালোমন্দের মেলামেশাই দিন যাপনের আধার।
একটু একটু করে জমানো অনেক বড় সুখের আশা ,
সেলাই করা রঙিন চটি রিক্সা ছেড়ে পায়ে হেঁটেই একটু ফুচকার ভালবাসা ৷
বারবার হাত দিয়ে রেখে দেওয়া পছন্দ
সামনের সারিতে বেমানান বড় তবুও সশব্দে ঘোষণা আনন্দের অভিযান ৷
এক কাপ চা আর মুড়ি স্বর্গ সুখের সমান ৷
সুখের বালিশে পূর্ণিমার যোছনা,
ভরে দেয় গরবের বুক |
সব থেকেও খুঁজে সুখের নূতন ভাষা
ঈর্ষার আগুনে জ্বলে জ্বলে অঙ্গার সুখ ৷
তবুও ঝলসানো ভালবাসা নিয়ে এক সাথে হাঁটা,
মধ্যবিত্তের স্বপ্ন পূরণের ছবি জ্বলজ্বলে এখনও মধ্যবিত্তের মনের ক্যানভাসে আঁটা |
Comments