কবিতা || কথা দিলাম || জয়িতা চট্টোপাধ্যায়
কথা দিলাম
তোমার আমার মাঝের সাঁকোটা নড়বড়ে হয়ে গেছে দীর্ঘ অবহেলায়, তাই হয়তো পৌঁছতে পারছি না
তোমার কাছে, যেদিন সব উপেক্ষা নির্মূল হবে
সব দুঃখ, অভিমন ভেসে যাবে নদীর জলে
সেদিন অনায়াসে তোমার কাছে পৌঁছে যাবো
সমস্ত জঙ্গল ভেঙে, কাঁটাগাছ পেরিয়ে
বন্যার জল উপেক্ষা করে খরায়
ক্লান্ত হয়ে নিশ্চয়ই প্রিয় তোমার কাছে পৌঁছে যাব।
Comments