কবিতা || অধিকার || অরবিন্দ সরকার
অধিকার
আকাশে বাতাসে আজ বারুদের গন্ধ,
পৃথিবী কি মানুষের, তারা করে দ্বন্দ্ব?
পশুপাখি জীবজন্তু আমরা না অন্ধ!
বাঁচা মানুষের হাতে মোরা মুখ বন্ধ।
স্থলে জলে অন্তরীক্ষে সর্বত্র লড়াই,
মানুষের পরিচয়ে তাদের বড়াই,
অমানুষ নই মোরা এ বিশ্ব ধরায়,
মানুষ বাগে আনতে প্রকৃতি গড়াই।
পিঁপড়ের পাখা মেলে উড়বার তরে,
জাহান্নামে যাবে ওরা নিজে রাস্তা খুঁড়ে,
পৃথিবী নিস্তব্ধ হবে খাঁক্ জ্বলেপুড়ে,
শান্তির বাতাবরণে জন্ম নেবো নীড়ে।
অধিকার মাত্রাহীন পাশবিক বলি,
বিধিনিষেধ উপেক্ষা গায়ে নামাবলী।
Comments