কবিতা || বসন্ত তুমি এলে তাই || চাতক পাখি
বসন্ত তুমি এলে তাই...
আজ থেকে
আর নয়
এসেছে সে সময়।
সারাদিনের অপেক্ষার
বুঝি হলো অবসান,
হলো কি তবে ভালোবাসারই জয়।
তাই বুঝি না জানি
কোথা থেকে হটাৎই
একরাশ বসন্তের আলো এসে।
ফুটিয়ে দিয়ে গেলো ফুল
মনের কোণে গহীন বনে,
তাই বুঝি তারই গন্ধ আসে ভেসে।
আর ঝরিয়ে গেলো তা
দমকা হওয়ায়
একরাশ ঝরা পাতা।
আর তুলে গেলো ঝড়
বাম অলিন্দের খোলা জানালায়
দিয়ে গেলো একরাশ সরলতা।
আমি চাঁপার গন্ধে
মুগ্ধ হলাম
বেলির মালা গেঁথে পড়লাম গলে।
বসন্ত তুমি এলে তাই এসব হলো
তাই বুঝি এ মন
যখন তখন গুনগুনিয়ে কথা বলে।
Comments