কবিতা || ফিরিয়ে দাও শৈশব || অশেষ গাঙ্গুলী
ফিরিয়ে দাও শৈশব
ফিরিয়ে দাও শৈশবের
ওই হাশিখুশি দিনগুলো।
যখন ছিল না মনে জটিলতা আর হিংসার অবশেষ।
ফিরিয়ে দাও শৈশবের খোলা মাঠের প্রন্তর
আমার যেখানে প্রানখুলে নিতে পারতাম নিঃশ্বাস।
ফিরিয়ে দাও সহজ - সরল মন যা বুঝত না
সমাজ জটিলতা আর কঠিন মনোভাব।
ফিরিয়ে দাও ছোটবেলা র অবুঝ মনকে
জীবন এত কঠিন তা বুঝত না।
জানত না জীবনের চরম দুঃখ গুলো
শিশু মন শুধু জানত আনন্দ নিয়ে বয়ে
চলে যে সবার জীবন।
ফিরিয়ে দাও শৈশবের হাসি আর আনন্দের দিন গুলি
যা পরিস্থিতি র দূর্বিপাকে হয়েছে মলিন।
ফিরিয়ে দাও শিশু মনে কুঃসংস্কার হীন মনগুলো
আজ সংস্কারে চাপে হয়েছে বন্দি অন্ধকারে।
যে মনে ছিল না হিংসা - বিবাদ আর অহংকারের চিহ্ন।
যে মনে সন্দেহ বলে ছিল না
ছিল না অন্ধকারাচ্ছন্ন মনোভাব।
সে জীবন আমি ফিরে পেতে চাই গো বারবার।
Comments