কবিতা || যথোচিত কর্ম || পাভেল রহমান

 যথোচিত কর্ম






“দিবসে চন্দ্র সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল”


-সম্মান বা বাঁচার লোভে এ কথা না বল।


খানিক ক্ষণে মিথ্যা বলায়


বহু প্রাণ রক্ষা পায়;


কিন্তু হালাল নহে সকল মিথ্যা সবসময়।


প্রিয়কে নয়, নিজেকে বাঁচাতে


মিথ্যা বলা না যাবে কোনো মতে;


তবে বন্ধু, প্রিয়কে বাঁচাতে মিথ্যা বলো নির্দ্বিধায়।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ