##West Bengal Gram Panchayat GRS Recruitment:
রাজ্যে জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে। গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে
 নিয়োগ করা হবে। নিয়োগটি হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অধীনের একটি গ্রাম পঞ্চায়েতে।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নীচে আলোচনা করা হল-
আবেদন প্রক্রিয়া:-  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
 
পদের নামঃ  গ্রাম রোজগার সহায়ক (GRS)
মাসিক বেতনঃ  12 হাজার টাকা 
বয়সসীমাঃ  বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হওয়া বাঞ্চনীয়। 
শিক্ষাগত যোগ্যতা-  ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (55% নম্বর) । অথবা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পাশ। 
টেকনিক্যাল যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করা থাকতে হবেকমপক্ষে ৬ মাসের।
বিশেষ যোগ্যতা-  আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতেই হবে। অন্যথায় আবেদন করার সুযোগ পাবেন না।
শুন্যপদঃ  2 টি 
নিয়োগের স্থানঃ  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কামলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতে।
নিয়োগ প্রক্রিয়াঃ  উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিচারে মেরিট লিস্ট বের করে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি-
ফর্ম পুরন করার পর সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স সাথে জুড়ে দিতে হবে এবং সেগুলিকে একটি খামে ভরতে হবে।  আবেদনপত্র সহ খামটিকে রায়গঞ্জ বিডিও (BDO) অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে।
 
গুরুত্বপূর্ণ নথি:
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 
(2) উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
(3) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট 
(4) আঁধার কার্ড 
(5) ভোটার কার্ড 
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু হয়েছে -
 21.02.2022
আবেদন শেষ হবে - 08.03.2022
 
Official Website:- 
______________________________________________
_______________________________________________
 
No comments:
Post a Comment