Sunday, March 6, 2022

কবিতা || ব্যথার বিরহ || রবীন বসু

 ব্যথার বিরহ





নদীর জলে জ্যোৎস্না পড়ে, আকুল হৃদয় তার


সঙ্গোপনের অনেক কথা জলের তলায় যায়;


ফিসফিসিয়ে কানের কাছেই তাবৎ কথার ভার


নদীর মনে বান ডেকেছে, পরান কোথায় হায়!



পরান যেথায় যাক না রে ভাই, ঢেউয়ের মাথা


নদীর জলে স্নান করে যে অপার তাহার হিয়া,


প্রেমের বানে ভেসেছে আজ সকল করুণ ব্যথা


ঘাট মানে না আঘাটাও না, চলে শুধু পরকীয়া।



নদীর সাথে জ্যোৎস্না হাঁটে, যুগলে কী চমৎকার


চোখ পুড়লো মন পুড়লো আকাশের মুখ ভার,


বুকের ব্যথা সামলাবে সে কোন তাবিজের ফল

No comments: