কবিতা || ঝরে এক পশলা বৃষ্টি || রানা জামান

 ঝরে এক পশলা বৃষ্টি


 


খাতা কলমে বসলে

বৃক্ষ পোয়াতি হয়

নীলাকাশে ছিটেফোঁটা

গর্ভবতী মেঘ দেখা দেয়

চৈত্রের আকাশে এ এক

অমূল্য সম্পদ; পাথরে পাথর

ঘষতে ঘষতে কালো গহ্বরে

ক্ষীণ আলো দেখা দেয়

পছন্দের শব্দে পুরো মালা

গাঁথা হলে ঝরে পশলা বৃষ্টি।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ