নীল পরিযায়ীর জরাথ্রষ্ট চোখ ও পাঞ্চজন্য ফুল - নিমাই জানা || কবিতা || Poetry

  নীল পরিযায়ীর জরাথ্রষ্ট চোখ ও পাঞ্চজন্য ফুল

              নিমাই জানা


জরাথ্রুষ্ট তরবারি রাখলেই জানালার পাশে লুকানো সিংহাসনটির হঠাৎ করেই প্রজনন নেশা জেগে উঠল ,


মৃত্যুর মুখে অসংখ্য এক একটা লোমশ ছিদ্রের সাইট্রিক ফুলেরা জেগে উঠলেই আমাদের বিশুদ্ধ তনয়া ক্ষেত্রে নিয়ে যায় একদল কৌরব পুরুষ , শ্বেত জবার কোন ভগাঙ্কুর নেই


আর কোন ক্ষুধার্ত অসুখ নেই আমাদের মানসিক বিকার ছাড়া , মধ্যরাতে সকলেই পাঞ্চজন্য বাজাতে পারে অথচ মহাশূন্য পারের দিগন্ত বিস্তৃত শুন্য বাহুময় নীলাক্ষর পুরুষটি রক্তাক্ত অন্ধকারকে সেলাই করে করে সংক্রামক ব্যাধি রেখে যায় আমাদের অষ্টোত্তর পুরাণ সমগ্রের তৃতীয় শান্তনু পুরুষদের জন্য


পরমানন্দপুরে বসে থাকা মানুষদের কত রাতে স্বয়ংবর সভা বসে মিথিলা প্রদেশ থেকে ঘুরে আসার পর , ল্যাটেরাইট চোখের জ্যামিতিক অসুখটি ক্রমশ পর্ণমোচী হয়ে উঠছে

চাঁদের আধখানা মুখের ভেতর থেকে বেরিয়ে আসা কপর্দকশূন্য মানুষটি অ্যালকোহলিক হয়ে যাওয়ার আগে বিছানার মাংসাশী খাদকদের নিয়ে নীল মেরুর দিকে চলে গেল


আমাদের কোনো পরিচ্ছদের তৃতীয় ভগ্নাংশ নেই বলে ব্রহ্মাণ্ড খন্ডগুলো চিরহরিৎ হয়ে যাচ্ছে সমগ্ৰ পাপাচার ছেড়ে , ঈশ্বর এসো ভূমধ্যের ফেনোটাইপ কবিতা পড়ি

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র