Saturday, January 28, 2023

ফাগুন আসে - মহুয়া হাজরা || কবিতা || Poetry

 ফাগুন আসে

   মহুয়া হাজরা


স্বপ্নের মায়াজাল বুনেছি

শিউলি ঝরা দিনে,

নয়ন মাঝে আছে আঁকা

নেবে তাকে চিনে।

এলো আজি শীতের বেলা

এই ধরণী পরে,

ভোরের আকাশ অরুণ আভা

তোমায় মনে পড়ে।

ফাগুন বাতাস নব প্রভাত

বাসন্তিকা এলো,

বসে আছি যে পথ চেয়ে

সখা আঁখি মেলো। 

নবীন বসন্তে আজ আমার 

 দ্বারে ফাগুন আসে, 

শিমুল, পলাশ লাগায় আগুন 

ফাগুনে ফাগ ভাসে।

মিলন মেলায় আবির রাঙা

চৈতালী সুর শুনি,

আসবে তুমি রঙিন পাখনা

মেলে, দিনটি গুনি।।

No comments: