Saturday, January 28, 2023

অসময়ে প্রেমিকা হারায় - মামুন খাঁন || কবিতা || Poetry

 অসময়ে প্রেমিকা হারায়

         মামুন খাঁন


কাল যাকে ভাবছিলাম,আজ তাকে আর মনে পড়ে না

তবে, খুব নিঃসঙ্গ থাকলে মনে পড়ে।

অযথা তাকে কষ্ট দিয়ে থাকলে মনে পড়ে

ফেসবুকে সাদা কালো ছবি দেখলে মনে পড়ে।


কেরোসিন আলু পিয়াজ ওষুধ পানির দাম বাড়লো

শরৎ হেমন্ত বসন্ত উধাও হলো।

মেকআপ বক্স, বডি লোশন, গোলাপের দাম বাড়লো

তোমার সাথে দেখা হলো, হতবাক চোখ দেখে মাথায় সিঁদুর!


ঝড়ে কত গাছ পড়লো, মানুষ মরলো

গাছের পরিবর্তে মানুষ জন্মালো।

চাকরি নেই, যুবকরা সব রাস্তায় নামলো

তাই দেখে, প্রেমিকার বিয়ে সুখ শান্তির সংসার হলো।

No comments: