হৃদের ভুলে - উৎপল মুখার্জী || গল্প || ছোটগল্প || বড় গল্প || অনুগল্প || Story || Short story
হৃদের ভুলে...
উৎপল মুখার্জী
দেখতে দেখতে বয়স এগিয়ে চলেছে, সাধুসঙ্গ ছেড়ে , মোহে আজ অমাবস্যার দিনে একাকী বসে আছি পাশের শ্মশানে, সাথে চৌরস, দুটো শালের কুচি দন্ড, প্রয়োজন ঘি, আগুনের ফুলকি, মরা টাটকা মানব মাথার ফুটকির ঝলসানো প্রেতাত্মা, পাশেই কুমারী মায়ের ভয়ার্ত চিৎকার "ছেড়ে দে আমাকে- আমি কোন দোষ করি নি, ভোগের মাঝে কি পেয়েছিস শুধু ই শুন্যতা... সমাজের চটকানো ভালোবাসার কুয়াশা, দুরন্ত ঝাপটা, আমার নরম দেহটার উপর অসামঞ্জস্য গঠনের ভারসাম্যের ভিড়ে উদগ্ৰীব রহস্য, হয়েছে তো"? .. মনের অবলোকনের রহস্য খুঁজতে গিয়ে আমি, অনিমেষ, বিবেকের কথন, যখন নাড়াচাড়া দিচ্ছে, যজ্ঞের আগুনের পাশেই । ভুতুড়ে বাতাসে ছনমনে হৃদয় স্থির হয়ে একাগ্ৰ চিন্তায় সেই কুমারী, নাড়া দেয়, বলে, "প্রায়শ্চিত্ত করছিস!....
কোন লাভ নেই, বল তুই সাধু হয়ে ছিলি কেন? - গোপন মনের তৃষা যেখানে, নরে র প্রতি নারী র আকর্ষণ ঘিরে, কিসের চেতন ছিলো?- ভালোবাসার -যা কুরুচি ভরা, তোর নিস্তার নেই, আমি নিস্তারিণী বলছি, তোর শাস্তি হবেই "। আমি, অনিমেষ- ছিলাম মনের ডাকাত, ধরা পড়ি, আজ, খুনের হুমকি মামলায়-যাবজ্জীবন, পড়ে জেলারের চোখে ফাঁকি দিয়ে পরিভ্রমন, পরে সন্ন্যাসী, কিছু বানী, মন্থিত ধর্ম, ও মহারাজ চন্ডালানন্দ। ভালোবাসি এখনো বাল্যের নিস্তারিণী কে, - ঘৃনা করে- ও ভোগে পেয়েই একেবারে, -পরে খুন করে নলি কাটা মাথা নিয়ে যজ্ঞের আহুতি, -পাশেই ছটফট করা বাকী দেহ, -অভিসারের শেষে- তদন্তের পুলিশের গাড়ি, নারায়ণগঞ্জের থানার। চল সাধু পাকা খুনী অতিশয়.... ! ( ১৭৫ শব্দের)
Comments