স্বদেশ প্রেমিক - পাভেল রহমান || কবিতা || Poetry
স্বদেশ প্রেমিক
পাভেল রহমান
এই দেশকে বিশ্ব সমুখে তুলে ধরিলে যারা উর্ধ্বে
তাহারাই স্বদেশ প্রেমিক,তারাই সব নরোর্ধ্বে।
যারা বাঁচায় দেশের মান
দেশ সেবায় সপে দেয় প্রাণ
তারাই মহান , হৃদে স্থান
তাহারাই পায়; অপমান সয়, তবু না ছাড়ে দেশভক্তি
তারাই দেশের মান রক্ষক,তারাই দেশের চালিকা শক্তি।
Comments