রাবণের চিতা - মাইসার মন্ডল || কবিতা || Poetry
রাবণের চিতা
মাইসার মন্ডল
হর্ষপারাবারের সৈকতভাঙা দুর্বার
আয়লা গড়ে নিত্যনতুন ইতিহাস ,
উদোর পিন্ডি চ'ড়ে বুদোর ঘাড়ে
হচ্ছে দেখ কতশত ন্যায়নীতি নাশ!
তার ফলে তিমিরাবৃত হয়েছে গণতন্ত্র
ওটা আজ ভয়াবহ ষড়যন্ত্রের শিকার!!
নিদারুণ মর্মাহত চরমতম অবিচারে ;
ফলে বৃদ্ধি ছাড়া তার কমে না বিকার।
জ্ঞানগর্ভ-শিক্ষাক্ষেত্রও ধুঁকছে যেন
আজ বন্দী হয়ে অস্বস্তির নাগপাশে,
জ্ঞানসিন্ধুর দুকূল তাই তো ব্যাকুল---
প্লাবিত বুক সুতীব্র বিষাদ-জলোচ্ছ্বাসে!!
জনমানসপটে অতি ভাস্বর হয়ে ওঠে
সাম্রাজ্যবাদীদের হিংস্রনীতি চতুর্কূলে ,
বিভীষিকাময় সাইক্লোন ধেয়ে আসে;
সৈকতভাঙা লহরী তাই ওঠে যে ফুলে।
পুঁজিপতি ও শিল্পপতিরা মুনাফা লুটে
নিরেট পাষাণেতে মারে পাঁচ কিল ,
বিলাসিতার ভরা জোয়ারে ভাসায় "গা"
জমিয়ে গগনস্পর্শী ব্ল্যাকমানি -হিল।
দারিদ্রাঘাতে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে
অগণিত কিশোর হচ্ছে শ্রমের মিতা ,
ঘোর তিমিরেতে গণকণ্ঠ রইলে নীরব
নির্বাপিত হবে কি গো রাবণের চিতা???
Comments