Saturday, January 28, 2023

এ জীবন - বাপী নাগ || কবিতা || Poetry

 এ জীবন 

        বাপী নাগ




জীবনের এই সংসার থেকে

হারিয়ে যাবো একদিন।

সাঙ্গ হবে যে এই রঙ্গ শালা

চিন্তা রবে না কোনদিন।


অজানা পথের পথিক আমি 

আজ পথ হারাবো।

পথের মাঝেই জীবন গড়বো

নিজের মত চলবো।


ছুটবো না আমি আজ আর

মহের পিছে পিছে।

বুঝেছে আমার মন দুনিয়ার 

এই মায়া সবই মিছে।


এ জীবনের প্রদীপ নিভে যাবে 

কিছুই যে থাকবে না।

আজ চোখ বুঝলে হবে দু-দিন 

কিছুই সঙ্গে যাবেনা।


তবু যে আমাদের বাঁচতে হয়

বাঁচার জন্য বাঁচা নয়।

এই জীবনের বেশিরভাগ টাই  

আনন্দ নয় দুঃখেই রয়। 


জীবনের বাস্তবতা দেখলাম 

আবেগের নেই যে দাম।

এ জীবনের তিক্ত পরিবেশে

বেঁচে থাকার নেই দাম।


আমাদের এই জীবনটা হতো 

যদি চাঁদের আলো।

জোস্নার আলোয় দিন কাটতো

লাগতো কত ভালো।

No comments: