ছুঁয়ে যাও অন্তঃস্থল - অসীম কুমার সমদ্দার || কবিতা || Poetry
ছুঁয়ে যাও অন্তঃস্থল
অসীম কুমার সমদ্দার
1
হারিয়ে যেও আনন্দে
দুঃখের সাথে হোক শত্রুতা
মানুষের ভবিতব্য মানুষই জানে
প্রকাশিত হয় এই বার্তা ।
2
যদি জেনে থাকো তোমার ঠিকানা
ভাসিয়ে দিও কোন নদীর তীরে
স্বর্গের দেবতারা এখানেই নামে
দেখা যায় মানুষের ভিড়ে ।
3
দুঃখ থেকে জন্মে যে আনন্দ
দুঃখীই বোঝে তার স্বরূপ
এক ঋত্বিক পুজো করে তাকে
কোন ভগবান হয়না বিরূপ।
4
দূরে থাকলে ক্রমশ সরে যায়
যারা বলে এই কথা
পাহাড়ের দিকে তাকালে
ভুলে যাবে অব্যক্ত ব্যথা।
Comments