প্রিয় গোলাপ - অদিতি মন্ডল || কবিতা || Poetry

 প্রিয় গোলাপ

      অদিতি মন্ডল




যদি হারি এ প্রতারণা তে,

নিজেকে হারাই আক্ষেপ অপেক্ষাতে ;

ভিন্ন মানবতার ভিড়ে,


হই যদি সমাধি -


মিথ্যে হাসিতে এনো,


একমুঠো গোলাপ পাপড়ি।


মাটির ভিতরে কফিনে ঢাকা ,


দেহ যদি হয় নগ্ন ;


একটু মিথ্যে প্রেম আঁকা ,


শুকনো গোলাপ এনো আমার জন্য।


যদি রক্তে খুঁজি হারানো স্মৃতি ,


রজনীগন্ধার করুন প্রীতি,


মালা গেঁথে কোরো আলাপ -


আমার মিথ্যে দেহ ঘিরে ,


শত আলোকবর্ষ দূরে -


সমাধিতে দিও একটা গোলাপ।।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ