মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
ঝাঁপ
সুশান্ত সেন
পুকুরটাকে বুজিয়ে দিলাম অন্ধকারে
চারপাশ আর দেখা গেল না ,
তখন কোথায় বাঁশ ঝাড়
কোথায় ফণীমনসার বেড়া কে জানে।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছে
আর পুকুরটা মাঠ হয়ে গেল।
অন্ধকার ঝাঁপ দিল সেখানে
এবারে ওখানে আকাশ কাঁদিয়ে
চার তলা বাড়ি উঠবে।
Post a Comment
No comments:
Post a Comment