সন্দেশ - মুনমুন মুখার্জ্জী || কবিতা || Poetry
সন্দেশ
মুনমুন মুখার্জ্জী
বন্ধু তুমি হাত বাড়িয়েছ
হয়তো কিছু না বুঝে--
বুঝবে যেদিন আফসোস হবে
নিজেকে পাবে না খুঁজে;
খুঁজে পেয়েছিলে হয়তো তুমি
বিশেষ কিছু সম্ভাবনা!
সম্ভব না বুঝবে যে দিন
জানি ক্ষমা করবে না।
হয়তো আমাকে অহংকারী ভাবো
সেটা তোমার অধিকার--
অধিকার বলে কোনো বন্ধনে
বাঁধতে চেও না আবার;
আর বলো না কতটা সহজে
বলব মনের কথা--
কথার মারপ্যাঁচ জানি না বলেই
ঘিরে ধরে বিষন্নতা।
বিষন্নতার বুক চিরে তুমি
তুলতেই পারো ঝড়,
ঝড় থেমে যায় আঁধার মুছিয়ে
বাঁধতে পারে না ঘর।
Comments