Saturday, January 28, 2023

এক নিরীশ্বর পৃথিবী - অঞ্জন বল || কবিতা || Poetry

 এক নিরীশ্বর পৃথিবী                

        অঞ্জন বল                                     


বিমূর্ত ভাবনার আকাশে ফুটে উঠে

এক নিরীশ্বর পৃথিবী ---- জল স্থল নক্ষত্র ,

শৈশব জনপদ আর অলক্ষে ঈশ্বর কণা ,

যৌতুকে পাওয়া কিছু প্রাচীন আসবাব 

তোরঙ্গে লেপ কাঁথার সাজানো সংসার ,

চাঁদ তারা মাটি নদী পড়ন্ত বিকেল 

হিরণ্য রোদ্দুর আর নিকোনো উঠান ,

যা কিছু জীবভর সভ্যতার পরিত্যক্ত রেচন 

-- দাসত্ব রেখে যায় স্বাদে গন্ধে নির্যাসে ।


মনুষ্য নিধি বাঁধা পরে থাকে নদীর কাছে 

নিম্ন মোহনার দিকে বহে যায় কুলু কুলু 

অবিরাম স্রোতে ,

অন্তিম লগ্নে কি আছে জানেনা কেউ 

বন্ধকি নৌকা ভেসে চলে ভাটিয়ালি পালে ।

No comments: