Sunday, January 29, 2023

একঘেয়ে ধারাপাত - কাজল মৈত্র || কবিতা || Poetry

একঘেয়ে ধারাপাত

              কাজল মৈত্র


টিপ-টাপ করে বৃষ্টির সাথে

খসে পড়ে কিছু শব্দ - রহস্য

একঘেয়ে ধারাপাতের ন্যায়

সময় মেনে বুদবুদ ফাটার অপেক্ষায়

আদি অনন্ত কাল ধরে

মস্তিষ্কে প্রবেশ করে

তবুও কিছু লেখনী স্তব্ধ হয় না

এ যেন মহাকাশ থেকে ধার করা

ইন্দ্রের বজ্র নিদাঘ আওয়াজ

ফেরারী হয়ে পড়ে শ্রাবণ ঝরা

অনাবিল বৃষ্টির কাছ থেকে

ছুটি নিলাম অবশেষে ।

No comments: