Sunday, January 29, 2023

বালিকার দল - মুনমুন || কবিতা || Poetry

 বালিকার দল

     মুনমুন


 বালিকার দল ওই যায় সারিসারি।

  চুলে বেঁধে সাদা ফিতে।

   পরনেতে নীল শাড়ি।

   দেখতে, লাগে বেশ ভারী।

    বালিকার দল ওই যায় সারিসারি।


   দল বেঁধে যায় সবে মিলে স্কুলেতে।

   দল বেঁধে যায় তারা খেলার মাঠে।

   কবাডি, ছৌ - কিত, লাফ দড়ি, হোক

  কিংবা হাঁড়ি ভাঙ্গা থেকে দৌড় প্রতিযোগিতায়,

   তারা সবসময় জিতে ঘরে ফেরে।


  হাসি, মজা ঠাট্টায় বান্ধবীরা সবাই,

   মিলে থাকে একসাথে।

  আনন্দে, আনন্দে দিনগুলো,

  তাদের বেশ ভালো কাটে।

  বাগানে ফুটে ওঠা যেনো,

  তারা সব রঙিন পাপড়ি মেলা ফুল।

  কি যে মজা পায় দেখে,

  ভরে যায় মন সুখে।

  মনে পড়ে যায় তাদের দেখে,

  হারিয়ে যাওয়া নিজের সেই,

  বালিকা বেলাটাকে।

No comments: