ভালো বাসা - অন্নীষা মুখার্জ্জী || গল্প || ছোটগল্প || বড় গল্প || অনুগল্প || Story || Short story
ভালো বাসা
অন্নীষা মুখার্জ্জী
... অবশেষে হঠাৎ একদিন ফোনটা এলো। কিছুটা ঘাবড়ে ঘেঁটে যাওয়ার কথা। আমি তখনও বেশ নির্বিকার।
-রাগের শেষে আমার একটা রোদ ঝলমলে সকাল চাই। দিবি আমায়?
-"সব শেষের নিষ্পত্তি হলেও যে সকালটা আর আসে না রে। রাগ নেই তোর ওপর আমার।"
সে বললো, "কেমন যেন মনে হচ্ছে, ঢেউয়ের ওঠা পড়া বন্ধ হয়েছে! তুই কি সত্যিই আজ অব্যক্ত ভাষাদের দলে হারিয়ে গেছিস?"
-"সব কথা বলে ওঠা হয়না আর। সেদিনের আমার সেই সিক্রেট বক্সটাকে আমি হারিয়ে ফেলেছি অনেক দিন হলো। আজ ফিরে পেতে আর ইচ্ছে হয়না রে। বলতে পারিস, ভয় পাই আবার নতুন কিছু সিক্রেট জমিয়ে আরও খানিকটা আপন করে নিতে।"
-"হারায়নি, বিশ্বাস কর। সব আজও আছে একই রকম সুন্দর। মাঝে দিনগুলো বড্ড একঘেয়ে আর বস্তাপচা।"
-"সত্য যদি বস্তাপচা হয়, তবুও সে সত্যের বদল হয়না। কি হারিয়েছি, কি পেয়েছি, তার হিসেব কষতে মন চায়না আর।"
-"কি চায় তোর মন? আমাকে বল।"
-"বসন্তের ভোররাতে শিশির ভেজা সোঁদা গন্ধটা মন ভরে মেখে নিতে। চোখ জোড়া সবুজ,চলে যেতে হবে জেনেও আপ্রাণ ভালোবাসা। উন্মাদনা ভরা চিরসবুজের দৃষ্টিকোণ। স্বার্থহীন প্রকৃতির তৎপরতা, কৃষ্ণচূড়ার দোলন, ফাগের মাতন। আজকাল এসবই ভালো লাগে।"
-"আর ভালোবাসা?"
-"ভালোবাসাটা আর হলোনা, জানিস! বসন্তের কালবেলা এ দাঁড়িয়ে শুধু নিঃসারে ভালোবাসার মানেটা খুঁজলাম। তারপর বুঝলাম, ভালোবাসাটা ঠিক হয়না। ভালোবাসার অনেকটা জটিলতা।
সবাই একটা বাসা খোঁজে ভালো থাকার তাগিদে। সেখানে কোথাও রোদ্দুরের বাড়াবাড়ি,কোথাও ঘনঘোর অন্ধকার। আমরা সবটুকু ঠিক মন মতো না হলে মানিয়ে গুছিয়ে সেথায় একটা শান্তির নীড় গড়ে তুলতে পারিনা। 'এই বাসাটা মোটেই আমার মনের মতো না', বলে আমরা হাল ছেড়ে দিই। তাই, ভালো একটা বাসার খোঁজে শেষমেশ ভালোবাসাটা আর হয়না।
ধরে নে না হয়, সেই সূত্র মেনেই আমার ভালবাসাটা আর হলো না।"
Comments