Monday, January 30, 2023

Photography - Sohini Shabnam || পুরুলিয়ার ছৌ - সোহিনী শবনম


 


পুরুলিয়ার ছৌ

সোহিনী শবনম 


পুরুলিয়া জেলার ছৌ-নৃত্যের সারা পৃথিবী জোড়া খ্যাতি। পশ্চিমবঙ্গ রাজ্যের,অযোধ্যা‌ পাহাড়ের কোলে অবস্থিত এই জেলার চড়িদা গ্ৰাম।ছৌ সম্রাট পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার আশীর্বাদধন্য এই গ্ৰাম মুখোশ তৈরীর জন্য বিশ্ববিখ্যাত।এই গ্ৰামের মানুষের প্রধান জীবিকা হল ছৌ মুখোশ নির্মান।কাগজ,কাপড়,মাটির প্রলেপে তুলির টানে রঙবেরঙের মুখোশ বানানো হয়।হাতের কারুকার্য এবং রঙের চমকে মোড়া এই মুখোশ দেখলেই চোখ জুড়িয়ে যায়। ছৌ নৃত্যের মুখ্য বিষয় রামায়ণ, মহাভারত, এবং নানান ধরনের পৌরাণিক কাহিনী ও সংসার ধর্মের বিভিন্ন বিষয়।গান বাজনা সহযোগে এই লোকনৃত্য পরিবেশিত হয়।ঢোল,ধামসা,চড়চড়ি প্রভৃতি ছৌ নৃত্যের চিরাচরিত বাদ্যযন্ত্র। গণেশ বন্দনার মধ্যে দিয়ে ছৌনৃত্য পরিবেশন শুরু হয়।ছৌ নৃত্য দেখতে এবং পুরুলিয়ার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে পর্যটক এসে ভিড় জমান। ছৌ নৃত্যের মাধ্যমে এই জেলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে এবং বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে।


No comments: