পিন্ডলোক - শুভদীপ দত্ত প্রামানিক || কবিতা || Poetry

 পিন্ডলোক

 শুভদীপ দত্ত প্রামানিক 


আবার আমিই হু হু গর্ভপুরুষ

তিন 'প' দোষ 

মুনির মজ্জায় ওঁ পূরক , ক্লীঁং কুম্ভক...দীক্ষা

আমি অজা-কাম । 


দোষ আছে 

বুদ্ধের ছবিতে প্রদীপের আলোর বাসভূমি 

বুঝেও দূরে 

            মালিক হাসেন পিন্ডলোকে । 


গর্ভপুরুষ


অনেক আড়ালে গুটিয়ে নেয় মৃত্যু সুতো ! 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ