পিন্ডলোক - শুভদীপ দত্ত প্রামানিক || কবিতা || Poetry
পিন্ডলোক
শুভদীপ দত্ত প্রামানিক
আবার আমিই হু হু গর্ভপুরুষ
তিন 'প' দোষ
মুনির মজ্জায় ওঁ পূরক , ক্লীঁং কুম্ভক...দীক্ষা
আমি অজা-কাম ।
দোষ আছে
বুদ্ধের ছবিতে প্রদীপের আলোর বাসভূমি
বুঝেও দূরে
মালিক হাসেন পিন্ডলোকে ।
গর্ভপুরুষ
অনেক আড়ালে গুটিয়ে নেয় মৃত্যু সুতো !
Comments