অমরত্বের স্বপ্নে শায়িত থেকো - গৌতম ঘোষ-দস্তিদার || কবিতা || Poetry
অমরত্বের স্বপ্নে শায়িত থেকো
- গৌতম ঘোষ-দস্তিদার
ভেবোনা তোমার দিন
যাবে না, রাত হবে না –
বুক চিতিয়ে বেড়াবে
চিরকাল, কাৎ হবে না !
উপোষে সেদিন যাবে দিন,
জেনো – ভাত মিলবে না –
তোমার ঢাকে সমবেত হোতে
তবু হাত মিলবে না !
বিসর্জনের নির্জনতায় কেউ তো
তোমায় সাথ দেবে না –
অমরত্বের স্বপ্নে শায়িত থেকো,
কেউ তোমাকে কাঁধ দেবে না !
Comments