অমরত্বের স্বপ্নে শায়িত থেকো - গৌতম ঘোষ-দস্তিদার || কবিতা || Poetry

 অমরত্বের স্বপ্নে শায়িত থেকো 


- গৌতম ঘোষ-দস্তিদার 




ভেবোনা তোমার দিন 


যাবে না, রাত হবে না –


বুক চিতিয়ে বেড়াবে 


চিরকাল, কাৎ হবে না !


উপোষে সেদিন যাবে দিন, 


জেনো – ভাত মিলবে না –


তোমার ঢাকে সমবেত হোতে 


তবু হাত মিলবে না !


বিসর্জনের নির্জনতায় কেউ তো 


তোমায় সাথ দেবে না –


অমরত্বের স্বপ্নে শায়িত থেকো, 


কেউ তোমাকে কাঁধ দেবে না ! 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ