Sunday, January 29, 2023

পার্ক - দেবাশীষ ঘোষ || কবিতা || Poetry

 পার্ক

         দেবাশীষ ঘোষ

 


অল্প একটু আলো

পার্কের কিনারায় এসে পড়লো,

 

 আড়াল চোখে দেখলো

 উপবিষ্ট ঝাউ,


 দোলনায় পিঠ পেতে 

 ভাব রাখে

  দু এক ফোঁটা

 ঝিরিঝিরি বৃষ্টি,


 বাতাসের ছাউনিতে

  দু- দণ্ড পাশাপাশি

                  আর

                 

 কিছুটা পাগলামি 

 তুমি রাখলে আমার হাতে।

No comments: