বৈষ্ণবী
সৌম্যদীপ সাহা
সুর, তাল, রাগ অজানা তার
হরিনাম গান ভক্তি জ্ঞানে,
ভক্তি জাগায় হৃদ মাঝারে
প্রেম-বিরহের হরির গানে।
হাতে করতাল কাঁধে পুটুলি
তুলসীর মালা গলায় বাঁধা;
কৃষ্ণবর্ণ অঙ্গ তাঁর
ললাটে তাঁর ত্রিলক আঁকা।
অতি সাধারণ বসন গায়ে
গলার ভূষণ হরির নাম,
দীনতায় দিন কাটছে তাঁর
হরিগান গেয়ে ভিক্ষা পান।
বৈষ্ণবি মা সবার কাছে
আপনার জন হয়েই বাঁচে;
সকলের তরে হরির কাছে
মঙ্গল চান হৃদয় ভরে।
No comments:
Post a Comment