Saturday, January 28, 2023

বহু দিন পরে - তীর্থঙ্কর সুমিত || কবিতা || Poetry

 বহু দিন পরে

তীর্থঙ্কর সুমিত



বহু পথ অতিক্রান্ত হয়ে গেছে

এখন কেউ কারোর মুখ দর্শন করিনা

ঘড়ির বক্সে আর্কেমেডিসের সূত্র লিখে রাখা

সবুজ দেখা সূর্য গত তিনদিন মেঘাচ্ছন্ন

পদ্মপাতার থালায় মা ভাত বেড়ে রেখেছে

পোষা বিড়াল ও এখন মুখ ফেরায় মাছ না পেলে

আমার একাদশী অনন্তকাল...

পদ্মপাতায় রোজ জল ঢালি আর মুখ শুদ্ধি করি

একবিংশ শতাব্দীর একাকিত্বে

শরতের কাশ শীতেতে মাথা নুইয়ে মাটিতে ঝরে যাচ্ছে


ক্রমশ ঝরে যেতে থাকছে 

No comments: